1. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি?
2. মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন?
3. 'নজর লাগা' বাগধারার অর্থ কী?
4. চর্যাপদের আবিষ্কার কাল কত?
5. 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
6. কোন বানানটি শুদ্ধ?
7. বাংলা সাহিত্যের আদি নিদর্শ কী?
8. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
9. ভাষা আন্দোলনভিত্তিক কবিতা কোনটি?
10. মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে?
11. 'গৃহী' শব্দটির বিপরীত শব্দ লিখুন।
12. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
13. 'একেই কি বলে সভ্যতা' কোন ধরনের নাটক?
14. অর্থগতভাবে বাংলা শব্দের শ্রেণিবিভাগ কয়টি?
15. দেশি শব্দের উদাহরণ কোনটি?
16. 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসে বিদ্যমান?
17. 'সওগাত' পত্রিকার সম্পাদক কে?
18. 'লুঙ্গি' কোন ভাষা থেকে আগত শব্দ?
19. বাংলা ভাষার সার্থক মহাকাব্য কোনটি?
20. কাজী নজরুল ইসলামের 'ঝিলিমিলি' কোন ধরনের গ্রন্থ?
21. মাইকেল মধুসূদন দত্তের 'কৃষ্ণকুমারী' কোন ধরনের নাটক?
22. 'আমি বিজয় দেখেছি' গ্রন্থটি কার লেখা?
23. ভাষা আন্দোলনের পটভুমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি?
24. পল্লিকবি জসীম উদ্দীন জন্মগ্রহণ করেন কত খ্রি.?
25. গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে? দেখে যেন মনে হয় চিনি উহারে।-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
26. The practice of keeping one wife or husband is called?
27. I am not good translations?
28. Which one is abstract noun?
29. What is the passive voice of "Who is calling me?
30. The phrase 'At a stretch' means?
31. Which one is correctly spelt?
32. Paradise lost is an epic written by?
33. Choose the correct : Let's go out tonight, ?
34. He takes after his father. here 'after' is a/an?
35. 'To Daffodils' is poem written by?
36. What is CV?
37. What does the term 'amplification' mean?
38. Can I get you a cup of coffee? is a/an
39. The term 'Report' has been taken from?
40. Can I bank on your help? Here 'bank' on is a?
41. Tell her to switch off all the lights before she?
42. Fill in the blank : He is dedicated --- his job.
43. Which one of the following is not the synonym of the word 'Barren'?
44. ill in the blank : Please stop before you --- into trouble.
45. He is debarred form ---- the examination?
46. which word is both a noun and a verb?
47. It is the fashion of the past. here 'fashion' is?
48. Telling stories is a beautiful?
49. Choose the correct one to fill in the gap : You ---- be punctual?
50. Fill in the blank : I don't mind ---- late, if it will help at all?
51. পলাশীর যুদ্ধ কত সালে হয়?
52. মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্টীয় খেতাব কোনটি?
53. বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
54. বাংলাদেশের জলসীমায় উৎপন্ন ও সমাপ্ত নদী কোনটি?
55. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
56. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
57. বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
58. পার্বত্য চট্টগ্রামের ২য় সর্বোচ্চ আদিবাসি গোষ্ঠী কোনটি?
59. আরজ আলী মাতুব্বর কে ছিলেন?
60. নিম্নের কার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই?
61. Social Capital কী?
62. কোন অঞ্চলে High Diversity Index থাকে?
63. বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস?
64. আমাজন অঞ্চল কোথায়?
65. Objective Knowledge কী?
66. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন কবে?
67. ইস্তানবুল শহরটি কোন দুই মহাদেশে অবস্থিত?
68. কোন দেশ ন্যাটোর সদস্য নয়?
69. উত্তর কোরিয়ার বার্তা সংস্থার নাম কি?
70. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
71. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
72. সদস্য রাষ্ট্র হিসাবে আফগানিস্তান সার্কে যোগদান করে কত সালে?
73. Super-lunar region কি দিয়ে তৈরি?
74. Dry Ice কী?
75. তোমার সামনে চারটি দরজা আছে, কোন দরজা দিয়ে তুমি নিরাপদে বের হবে?
76. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
77. পানির pH কত?
78. ক্লোরিন গ্যাসের বর্ণ?
79. পেনিসিলিন কি?
80. খাবার লবণের রাসায়নিক নাম কি?
81. রঙ্গিন টেলিভিশনে মৌলিক কি কি রং ব্যবহৃত হয়?
82. তড়িৎ প্রবাহ প্রকৃতপক্ষে কি?
83. পিতল কোন কোন ধাতুর সংকর?
84. ২, ৩, ৪, ১১, ১৮ ..... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
85. একটি ছাতা ৩৬ টাকায় বিক্রয় করাতে যত ক্ষতি হয় ৭২ টাকা বিক্রয় করলে লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?
86. পরপর তিনটি জোড় সংখ্যার গুণফল ১৯২ হলে তাদের যোগফল কত
87. ৪০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ একটি আয়তাকার জমির মাঝে ৪ মিটার প্রশস্ত পাড়বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?
88. কতজন বালককে ১২৫টি কমলালেবু ও ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
89. ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?
90. ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫% ?
91. {৯-(৪৫÷৯-৩)×২}-৫=কত?
92. শিখা পরীক্ষার নিচের কোন আয়নের বর্ণ পোড়া ইটের মতো লাল?
93. ৪০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ একটি আয়তাকার জমির মাঝে ৪ মিটার প্রশস্ত পাড়বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?
94. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 cm ও ভূমি 60 cm ?
95. একটি বর্গের পরিসীমা 12 সে.মি. । এর কর্ণের দৈর্ঘ্য কত?
96. x3=-1 হলে, x+1 = কত?
97. নিচের কোনটি মূলদ সংখ্যা ?
98. f(x)=x+1x , f(1x_)=কত?
99. সুষম বহুভুজের একটি আন্তঃকোণের পরিমাণ ১২০° হলে, এর বাহুর সংখ্যা কত?
100. (a+1/a)^2=3 হলে, a^3+1/a^3